প্রকাশিত: Tue, May 7, 2024 9:41 AM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

[১]৪৩ ঘণ্টা পর সুন্দরবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, পর্যবেক্ষণ চলবে

সোহাগ মোল্লা, মোংলা: [২] সোমবার সকাল সাড়ে ১০টায় আগুন লাগার ঘটনাস্থল থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন) ও মেইনটেন্স লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

[৩] তিনি বলেন, এখানে প্রতিবছরই এরকম সময়ে এই দুর্ঘটনা ঘটে। আর এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তাই সবাইকে সতর্ক থাকবে হবে। যেহেতু সুন্দরবন আন্তর্জাতিক একটি ঐতিহ্য। তাই এই বনকে রক্ষার দায়িত্ব সবার। 

[৪] খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, যেহেতু বনের আগুন, তাই বনবিভাগের পক্ষ থেকে আরও দিন এই এলাকা পর্যবেক্ষণে  রাখা হবে।

[৪] বন ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অন্তর্গত আমুরবুনিয়ায় সংঘটিত অগ্নিকাণ্ড রোধে ড্রোনের মাধ্যমে মনিটরিং করা হয়েছে।  অগ্নিকাণ্ডে জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণে একটি কমিটি গঠন করা হয়েছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো-কে সভাপতি এবং খুলনার ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্য-সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ (দশ) কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব